জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জাবিসাসের উপদেষ্টা ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাবিসাসের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, কার্যনির্বহী সদস্য বেলাল হোসেনসহ প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম, বাংলাদেশ টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন সুমন ও বানিজ্য প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সার্জিল খান।
এছাড়া সন্ধ্যায় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে ফানুস উৎসব পালন করা হবে।