শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধীত ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্তাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন/২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মোখলেছুর রহমান খান (দেওয়াল ঘড়ি)৪০৪ ভোট, সহ-সভাপতি পদে আসাদুজ্জামান আতা (উড়োজাহাজ), ৩৬০ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক আহম্মেদ ফারুক (খেজুর গাছ), ৩৪৪ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ মিয়া (গোলাপ ফুল), ৫৮৪ ভোট ও কোষাধ্যক্ষ পদে মোঃ জামাল শেখ (মোবাইল ফোন), ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে মোঃ কামরান হাসান কামরান (ফুটবল), ৫৮২ ভোট, আজিজুর রহমান খান (ঘুড়ি), ৫৭৩ ভোট, মোঃ জাহিদুল হক মনির (রিক্সা) ও ৪৮২ ভোট, মোঃ মঞ্জুরুল ইসলাম (সিলিং ফ্যান), ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ৯ সদস্য বিশিষ্ট এ ব্যবসস্তাপনা পরিষদটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। মোট ভোটার সংখ্যা ছিল ৮২০ জন। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।