মিথ্যা অপবাদ দিয়ে হয়রানীর প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার বাশারুল আলম বাপ্পু সাংবাদিক সম্মেলন করেছেন।শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যে বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ব্যাপারীপাড়া গ্রামের হাশেম আলী ব্যাপারীর ছেলে মনির হোসেন একজন মাদকসেবী, এলাকার দাঙ্গাবাজ প্রিয় লোক।
সে ইতিপূর্বে এলাকায় বিভিন্ন লোকের নামে মিথ্যা অভিযোগে মামলা করাসহ মারধোর করে। শুধু তাই নয় তার আপন মা ও ভাইয়ের নামে মিথ্যা মামলা করেছিল। তা স্থানীয় ভাবে নিজে উপস্থিত থেকে মিমাংসা করে দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানীর সুযোগ খুজতে থাকে। গত ২০ জানুয়ারী রাত ৯টার দিকে পদমদী বাজারের সিরাজের চায়ের দোকানের সামনে আমাকে উদ্দেশ্যে করে এলাকার বিভিন্ন সম্মানী লোকের নামে আজেবাজে মন্তব্য করায় আমি তাকে ধমক শাসন করে তাড়িয়ে দেই। এ বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করাসহ বিভিন্ন ভাবে হয়রানীর হুমকি দিচ্ছে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যার কোন সত্যতা নেই। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।