করোনাকালে বস্তিবাসীর জন্য রেশনের ব্যবস্থার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ইউনিয়নের সভাপতি কুলসুম বেগম বিভিন্ন সময়ে বস্তিতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িদের শাস্তির দাবি জানিয়ে বলেন, বস্তিতে রাতের অন্ধকারে আগুন দেয়া হয়। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন পুরো বস্তি আগুনে পুড়তে থাকে। আমাদের কতজন মারা যায় জানতেও পারি না। আর বাড়িঘর পুড়ে গেলে আমরা খোলা আকাশের নিচে বাস করি, না খেয়ে থাকি। আমরা বলতে চাই, যারাই বস্তিতে আগুন দেয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকার বস্তিবাসীরা- করোনাকালে বস্তিবাসীদের জন্য রেশনের ব্যবস্থা করুন, বস্তিবাসীদের জন্য বাসস্থান নিশ্চিত কর, বস্তিবাসীদের সকল নাগরিক ব্যবস্থা গ্রহণের করতে হবে, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ চলবে না, বস্তিতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।