গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ ও ধামরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এবং ৯ কাউন্সিলর ও সংরক্ষিত ৩ নারী কাউন্সিলর।
রোববার ( ২৪ জানুয়ারি) দুপুরের পর ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা ২০ এর সংসদ সদস্য বেনজীর আহমদের নেতৃত্বে তাঁরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পুনরায় নির্বাচিত মেয়র গোলাম কবির ফাতেহা
পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তাঁর
পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌরসভার সংরক্ষিত মহিলা-১ আসনের কাউন্সিলর ফারহানা হোসেন , ২ নম্বর আসনের শিরিন আক্তার শিখা , ৩ নম্বর আসনের নাসিমা খানম শিউলি।
এছাড়া সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ, ২ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের মোঃ মোকসেদ, ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের আমিনুল হাসান গার্নেল, ৬ নম্বর ওয়ার্ডের সাহেব আলী, ৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান , ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শহিদুল্লাহ , ৯ নম্বর ওয়ার্ডের আবু সাঈদ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।