বাগেরহাটের মোড়েলগঞ্জে জমিজমা সংক্রান্ত সিমানা বিরোধে হামলা ও মারপিটের ঘটনায় ইউপি সদস্য সহ আহত হয়েছে ৭ জন। তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিচারের দাবীতে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন।
অভিযোগে জানাগেছে, মঙ্গলবার সকালে ছোট হরিপুর গ্রামের পূর্ব পাড়া ফসলী মাঠে জমির সিমানা বিরোধকে কেন্দ্র করে মারপিট করেছে দুর্বৃত্তরা।
এতে গুরুত্বর আহত হয়েছেন হোগলাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রতন কুমার দাস(৫৫), ছোট হরিপুর গ্রামের কৃষক বিজয় সাহা(৬০), একই গ্রামের নিরঞ্জন সাহা(৫৫), বিজয় সাহা(৬০), দিলিপ চক্রবর্তী(৫০), বিশ্বজিৎ সাহা(১৮) ও অনন্ত কুমার সাহা(৪৫)।
আহত পরিবার জানান, সোমবার সকাল থেকেই দু’ দফায় মারপিট করেন একই গ্রামের সরোয়ার তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন। সকাল থেকে মহড়া দিচ্ছে একটি সংঘবদ্ধ দল।
ইউপি সদস্য রতন কুমার দাস, সাবেক মেম্বর রিপা রানী হালাদারসহ একাধিক পরিবার জানান, ফসলী জমিতে তারা কাজে নামতে পারছেনা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না বলেন, মারপিটের ঘটনা প্রশাসনকে অবহিত ও উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে থান অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।