দিনাজপুরের নবাবগঞ্জে কোভিড-১৯ টিকা নিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক । বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ অফিসার ডাঃ মো. শাহজাহান আলী, থানার ওসি অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ আরও অনেকেউ উপস্থিত ছিলেন।
টিকা গ্রহন শেষে সংসদ সদস্য বলেন, অনেক বড় বড় দেশ এখনো টিকা পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে কোভিড ১৯ টিকা পাচ্ছি। অনেকেই এ টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন।
কিন্তু যারা টিকা গ্রহন করেছেন তারা সকলে সুস্থ্য আছেন। তিনি এ সব গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান।