আজ থেকে ১৩ বছর আগে ২০০৮ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে গেছেন ঢাকাই ছবির অন্যমত জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না। মৃত্যুর এত বছর পরও কমেনি তার জনপ্রিয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত তার স্মৃতিচারণে মগ্ন থাকেন ভক্তরা। তবে মান্নাভক্তদের নির্দিষ্ট কোনো প্লাটফরম নেই।
ছড়িয়ে-ছিটিয়ে থাকা এ ভক্তকুলকে এবার এক করছেন মান্নার স্ত্রী শেলী মান্না। একটি নির্দিষ্ট প্লাটফরমে তাদের সংযুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। এ লক্ষে মান্না অফিসিয়াল নামে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও কৃতাঞ্জলি নামে একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে শেলী বলেন, ‘মান্নাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, তারা যাতে একসঙ্গে নিজেদের ভালোলাগা, ভালোবাসা শেয়ার করতে পারেন সে জন্য এ উদ্যোগ নিয়েছি।’ এদিকে আজ মান্নার মৃত্যু দিবস উপলক্ষে নানা আয়োজন করেছেন শেলী মান্না। প্রয়াত এ নায়কের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, এতিম খাওয়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড থাকছে। এসব কাজ ঢাকা এবং মান্নার গ্রামের বাড়ি টাঙ্গাইল দু’জায়গাতেই হবে। এ ছাড়া আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য শিগগিরই মান্না ফাউন্ডেশন থেকে ‘মান্না স্মৃতি সম্মাননা’ প্রদান করা হবে। এদিকে মান্নার স্মরণে একটি গানও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শেলী। গানটি গেয়েছেন ইমরান। এ নায়কের আগামী জন্মদিন উপলক্ষে এটি প্রকাশ করা হবে।