দিনাজপুর রেল স্টেশন পরিদর্শন ও রেলওয়ে স্টেশনের সংস্কারকৃত প্ল্যাটফরম এবং অন্যান্য স্থাপনার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুর ইসলাম সুজন। সোমবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে রেলমন্ত্রী সুজন বলেন, অধিকাংশ রেল স্টেশনের প্ল্যাটফরম অনেক নিচু হওয়ায়, এ বছর ৫০টি রেল স্টেশন আধুনিকায়ন করা হবে।
এছাড়াও তিনি আরো বলেন, পঞ্চগড় বাংলাবান্ধা দিয়ে ভারতের জলপাই গুড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমূখ।