দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৩দিন ব্যাপী অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভুমি) আল-মামুনের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) সহযোগীতায় এবং উপজেলা তথ্য ও সাংস্কৃতিক কমিটির বাস্তবায়নে ( ২৩-২৫ ফেব্রুয়ারী) ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।