রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে পাটের গুদামে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রচেষ্টায় বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নারুয়া বাজারের মলয় কুমার সাহার পাটের গুদামের পিছন দিকে আগুন দেখতে পায় বাজার পাহাড়াদাররা। তাকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীকে অবগত করাসহ স্থানীয় মাইকে ঘোষণা দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে পাট পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে সকলের আন্তরিকতার ফলে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি।
সোহেল খান, বালিয়াকান্দি করেসপন্ডেন্ট । বাংলালাইভ২৪.কম