দেশের টিকা নিয়ে বিরূপ প্রচারণা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যারা বিরূপ প্রচারণা চালিয়েছিল তারা এখন টিকা নিচ্ছে এবং অন্যদেরকেও নেওয়ার অনুরোধ জানাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি’র কোনো কোনো নেতা গোপনেও টিকা নিয়েছে। আমি অনুরোধ জানাবো, আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকা গ্রহণ করুন। লুকিয়ে লজ্জা নিয়ে টিকা নেবেন না। আমরা আপনাদেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।