দিনাজপুরের নবাবগঞ্জে প্রানকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফলক উন্মচনের মধ্য দিয়ে এ নির্মান কাজের উদ্বোধন করেন।
পরে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আনিছুর রহমান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বক্তব্য রাখেন। স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ আরও অনেকেই সভায় বক্তব্য রাখেন।