দিনাজপুরে শুরু হলো বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শনিবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন।
দিনাজপুর পিবিআই পুলিশ সুপার মোকবুল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি রফিকুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম ও হাফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমূখ।
এই বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৪টি গ্রুপে ১শ টি টিম অংশ গ্রহন করছে। আগামী ৪ মার্চ টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।