স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০(১) জানুয়ারী নির্বাচন কমিশন ২৮ জানুয়ারী ২০১০ তারিখে জারীকৃত স্থগিতকৃত পাবনার সুজানগর পৌরসভার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন,আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে এ আদেশ জারি করেছেন, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মোঃ আতিয়ার রহমান। পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মার্চ মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১০ মার্চ বুধবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ মার্চ সোমবার, ভোটগ্রহণ ৩১ মার্চ বুধবার, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারী এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করা হয়, পরবর্তীতে আইনি জটিলতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।