করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও রেডক্রিন্টের উদোগ্যে প্রচার অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদে এ প্রচার অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিটের ইউনিট লেবেল অফিসার মোল্লা তহিদুল ইসলাম নয়ন, ইউ,পি চেয়ারম্যান রাশেদুল কবীর, রেড ক্রিসেন্ট সোসাইটির নবাবগঞ্জ ইউনিটের কো- অর্ডিনেটর মো. আঃ মোন্নাফ, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান মো. কিবরিয়া জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন জানান- কোভিড ১৯ এর প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় জনসাধারনের মাঝে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ধরনের সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলায় ৫দিন এ প্রচার অভিযান করা হচ্ছে।