সারা দেশের ন্যায় দিনাজপুরেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে করোনা টিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। সকাল ৯টা থেকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রম চলছে।
দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, শুধুমাত্র মোবাইল এসএমএস প্রাপ্তদের ২য় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। ১ম টিকা গ্রহীতাদের পর্যায়ক্রমে এই এসএমএস-এর মাধ্যমেই ২য় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। দিনাজপুর জেলায় মোট ১ লাখ ৪হাজার ৫৫৬ জনকে ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২য় ডোজের জন্য পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানান সিভিল সার্জন।