1. banglalivedesk@gmail.com : banglalive :
  2. emonbanglatv@gmail.com : Dewan Emon : Dewan Emon
  3. emonnagorik@gmail.com : Rajbari Correspondent : Rajbari Correspondent
সাভারে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন
শনিবার, ১৯ জুন ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন

সাভারে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট । বাংলালাইভ২৪.কম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

সাভারে উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনের পরেই মুসল্লিরা নামাজআদায় করেনমডেল মসজিদে। মডেলমসজিদ উদ্বোধনে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণভবন থেকে ভার্চুয়ালী সাভার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে সাভার ও আশুলিয়া বাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন ইসলামের একজন অন্যতম শ্রেষ্ঠখাদেম শেখ হাসিনা। এটি ইসলাম প্রচার ও প্রসারে এক অন্যন্য নজির। নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক গবেষণা, সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদের ব্যবহার আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকেই মনে প্রাণেলালন করেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ঢাকা জেলা প্রশাসক শহিদুলইসলাম,পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুলগণিসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সাভারের বিভিন্নই উনিয়নের চেয়ারম্যান, সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

এ জাতীয় আরো খবর

সতর্কতা

বাংলালাইভ২৪.কমে প্রকাশিত বা প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

© All rights reserved © 2019 BanglaLive24
Theme Developed BY ThemesBazar.Com
themesbazarbanglalive1