ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীর কানাহার দিঘির চার পাশে গাইডওয়াল নির্মানের আশ্বাস দিলেন এসিল্যান্ড

মো. হারুন উর রশীদ
১ বছর আগে
ফুলবাড়ীর কানাহার দিঘির চার পাশে গাইডওয়াল নির্মানের আশ্বাস দিলেন এসিল্যান্ড
ফুলবাড়ী উপজেলার সবচেয়ে বড় দিঘি হিসাবে পরিচিত কানাহার দিঘির গাইডওয়াল নির্মানের আশ্বাস দিলেন এসিল্যান্ড মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) সকালে কানাহার দিঘি পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন।

কানাহার দিঘির দুই পাড়ে রয়েছে উপজেলার সবচেয়ে কেন্দ্রীয় কবরস্থান। যেখানে পৌর শহরের প্রায় ১২টি গ্রামের মৃতদেহ কবরস্থ করা হয়। বিগত সরকারে ১৫ বছর ধরে এই পুকুরটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তাদের নামে লিজ নিয়ে বড় অঙ্কের টাকা নিয়ে অবৈধ্যভাবে সাব লিজ দিয়ে পুকুরের ব্যাপক ক্ষতি সাধন করেছেন। সাব লিজধারী ব্যাক্তি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হওয়ায় তার ক্ষমতা প্রয়োগ করে দিঘিতে মাছ চাষের প্রয়োজনে কৃষি কাজে ব্যবহারের বরেন্দ্র বহুমূখী পানি দিঘিতে ঢুকিয়ে সব সময় দিঘি ভরাট করে রাখেন। ফলে দিঘির চার পাশের পাড় পানির ঢেউয়ে ভাঙ্গতে শুরু করে । বিগত ১৫ বছরের দিঘির পাড় চারপাশের প্রায় ২শত মিটার ভেঙ্গে পড়ে আছে। এতে পাড়ে থাকা নতুন ও পুরোন বাব,দাদার কবর গুলো পুকুরে ঢুকে পড়তে শুরু করেছে।

বিষয়টি ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকারের নজরে আসলে তারা স্থানীয় এলকাবাসীদের সাথে নিয়ে দিঘির পাড় ও  পাড়ে থাকা কবরস্থান পরিদর্শন করতে আসেন এবং দিঘিপাড়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তারা। এসময়  এসময় পৌর কাউন্সিল মমতাজ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মহাসিন আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,ইসার উদ্দিনসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, কানাহার পুকুরের কারনে কবরস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সেকারনে কবরস্থান ও দিঘি পরিদর্শনে এসেছি। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে দিঘির চার পাশে গাইডওয়াল তৈরী করা প্রয়োজন। এবং দিঘির লিজ বিষয়ে অনেকের সাথে কথা হয়েছে। আগামীতে বিশেষ শর্তে সবার উপস্থিতিতে উম্মুক্ত ডাকের মাধ্যমে পুকুর লিজ দেওয়া হবে।
 


কমেন্ট বক্স