ঢাকারবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আসামিদের সর্বোচ্চ শাস্তি চান আবরারের মা

বাংলালাইভ ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন মা রোকেয়া খাতুন। তিনি

বলেছেন, ‘আমি চাই, এখন বিচারকাজ দ্রুত শেষ হোক। এরপর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক।’ গতকাল বুধবার এ হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরপর সন্ধ্যায় রোকেয়া খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ছেলে হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। দ্রুত তদন্তকাজ শেষ করায় পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘বুয়েট প্রশাসন দায়িত্বে অবহেলা না করলে, আমার ছেলের এমন পরিণতি হতো না। মারধরে হয়ত গুরুতর অসুস্থ হতো, ছয় মাস এক বছর বিছানায় থাকলেও, বুকের মানিক বুকে ফিরে আসত। আমি চাই, এমন পদক্ষেপ নেওয়া হোক, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।’ এ সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান আবরারের মা।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটে শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে।