ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এরশাদের সময় বরং গণতন্ত্র ভালো ছিল’

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আমরা এখন স্বাধীনতার ৫০ বছরে। তবে সার্বিক বিবেচনায় কোনো সময়েই গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না। এরশাদকে স্বৈরাচার বলা হলেও বাস্তবতা হচ্ছে এরশাদের সময়ে তুলনামূলক কিছুটা ভালো ছিল।’


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় এ কথা বলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন সেনাশাসক ও প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি নামের রাজনৈতিক দলের প্রকাশ ঘটান। গতকাল নানা আয়োজনে দিনটি পালন করেছে দলটি।

দুপুরে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে রাজধানীর মুক্তাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে দলের কাকরাইল অফিসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

জি এম কাদের বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকার প্রধান কারণ সংবিধান। সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্র চর্চা করতে দেওয়া হচ্ছে না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভেতরে একটি অভ্যাস গড়ে উঠেছে, তারা যেকোনোভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চান। অন্য দলের প্রার্থীদের মাঠে থাকতে দেন না।’