ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ৮ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

এস.এম.পারভেজ, ঝালকাঠি করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে ৮জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু


মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সম্মেলন কক্ষে এ সম্মাননা দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. জোহর আলী সম্মাননা স্মারক ও উপহার মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন কাঠালিয়া উপজেলা দত্তের পশুরিবুনিয়া এলাকার বীরমুক্তিযোদ্ধা সাহানা সিদ্দিকা, সদর উপজেলা ডুমুরিয়া এলাকার শেফালী রানি রায়, বীরকাঠি এলাকার মোসা. আলেয়া বেগম, শহরের পশ্চিম চাদকাঠির রমারানি দাস, দিয়াকুল এলাকার মোসা. সেলিনা রহমান, রুনসী এলাকার অঞ্জলী রায়, নথুল্লাবাদ এলাকার সীমা বেগম, চাচৈর এলাকার খন্দকার মন্নুজান। এদের মধ্যে মোসা. আলেয়া বেগম ও সীমা বেগম বীরাঙ্গনা রয়েছেন। সম্মাননা প্রাপ্তদের মধ্যে মৃত. অঞ্জলী রায়ের পক্ষে কন্যা সুমনা গুপ্তা, মৃত. সীমা বেগমের পক্ষে কন্যা সিনথিয়া সুলতানা, মৃত. খন্দকার মন্নুজানের পক্ষে সন্তান সৈয়দ মাহমুদুল হক (বীর মুক্তিযোদ্ধা)। শেফালী রানি রায় অসুস্থ থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পুত্র বিশ্বজিৎ।

এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা কর্মকর্তা নাসরিন আক্তারসহ মক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।