ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পুলিশের জীবানুনাশক স্প্রে

বাংলালাইভ ডেস্ক
এপ্রিল ২, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন অর রশিদ দুদু, শেরপুর করেসপন্ডেন্ট । বাংলালাইভ২৪.কম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানা চত্ত্বর থেকে শুরু করে উপজেলা সদর হাট বাজারের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও অটোরিক্সাসহ যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানা থেকে জীবানুমুক্ত এবং পরিচ্ছন্ন করার এই কার্যক্রমের উদ্ধোধন করেন, ওসি আবু বকর ছিদ্দিক৷ এসময় স্প্রে ছিটানো কাজে অংশ নেন, ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, উপ পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকার, উপ পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, সাইদুল ইসলামসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যগণ।

এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের নির্দেশে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে সদর উপজেলার হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা শহরেকে জীবাণুমুক্ত করা হচ্ছে। সেই সাথে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন থাকা সহ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে সাধারন মানুষ কে বের না হতে আহবান জানানো হয়েছে ।