ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতী সদর ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী উজ্জল আহম্মেদ

হারুন অর রশিদ দুদু, শেরপুর করেসপন্ডেন্ট
অক্টোবর ১০, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক, বাংলাদেশ কৃষকলীগ, ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. উজ্জল আহম্মেদ।

সাদামাটা জীবন ধারার অধিকারী মো. উজ্জল আহম্মেদ ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। ঝিনাইগাতী সদর ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ইতিমধ্যেই তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করছেন। দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন সময়ে এলাকার অসহায় দরিদ্র মানুষের প্রতিনিয়ত খোঁজখবর রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ঝিনাইগাতী সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন তিনি।

উজ্জল আহম্মেদ জানান, নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে একটি আধুনিক মডেল ইউনিয়ন উপহার দিবেন এলাকাবাসীকে।