ঢাকারবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিমলা উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

জাহাঙ্গীর রেজা, ডিমলা করেসপন্ডেন্ট
জানুয়ারি ১২, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস এর চাকুরীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


তিনি ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে গত ২০১৮ সাল থেকে কর্মরত ছিলেন।

বুধবার (১২-জানুয়ারী) দুপুরে ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম৷

বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েলের সঞ্চালনায় অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুর জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যে ছাতনাই ময়দানের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (চলতী দায়িত্ব) প্রধান শিক্ষক হাসিমুল ফারুক ডলার, আকাশ কুড়ি ঘাটেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ঝুনাগাছ চাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক রানা, গয়াবাড়ী নবজাগরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান ইবনে আবেদীন জিয়ন প্রমুখ।

আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া আশির্বাদ চেয়ে বক্তব্য দেন চাকরি শেষে অবসরে যাওয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস।

আলোচনা শেষে অবসর প্রাপ্ত অফিসারের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেন সভাপতি সহ অতিথিবৃন্দ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুদ রানাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।