ঢাকাবৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন বিভাগের ২ হাজার পেট্রোল পাম্প বন্ধ! চরম দুর্ভোগ

বাংলালাইভ ডেস্ক
ডিসেম্বর ১, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম

রাজশাহী, রংপুর ও খুলনা তিন বিভাগের ২ হাজার পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের সাধারণ মানুষদের। জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্থগিত করে ধর্মঘট করেছেন পেট্রোল পাম্প মালিক ও শ্রমিকরা। আজ (রবিবার) সকাল ৬ টা থেকে এই তিন বিভাগে প্রায় ২ হাজার পেট্রোল পাম্প থেকে জ্বালানী তেলের বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিকদের সমিতির সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন দুলাল বলেন, পেট্রোল সমিতি গত ২৬ নভেম্বর তাদের ১৫ টি দাবী পূরণের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয় সরকারকে। তাদের ১৫টি দাবিগুলোর মধ্যে কয়েকটি দাবি হচ্ছে, ৭.৫ শতাংশ বিক্রয় কমিশন প্রদান, ট্যাঙ্ক লরি শ্রমিকদের জন্য বীমাস্বরুপ ৫ লক্ষ টাকা করা এবং পুলিশি হয়রানি বন্ধ করা।

সমিতির সিনিয়র সহ-সভাপতি দুলাল বলেন, আমাদের দাবি দাওয়া উত্থাপনের পর সমিতির সাথে আগামী ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি বাতিল করা হয়। আর এ কারণেই আমাদের ধর্মঘট চলছে। এটি ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমাদের দাবি দাওয়া মেনে হবে।