ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দালাল ধরে অবৈধভাবে যেন বিদেশ কেউ না যায়: কর্মসংস্থান মন্ত্রী

অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম
অক্টোবর ৩১, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন দরিদ্র জনগোষ্ঠী দালালদের মাধ্যমে অবৈধভাবে যেন বিদেশে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট জেলা পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বানও জানান ইমরান আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক এম. জেড মৌলা চৌধুরীসহ অন্যান্যরা। বক্তারা পুলিশকে জনগণের আরো কাছাকাছি আসতে আরো নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।