ঢাকাসোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচ.এস.সি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু


এই বোর্ডে এবার মোট পাশের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী যার মধ্যে ৭ হাজার ২৩২ জন ছাত্র এবং ৮ হাজার ১১৭ জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ২০৩টি সেন্টারে ৬৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লক্ষ ১৫হাজার ৯৮৬জন।

এবার পাশ করেছে মোট ১ লক্ষ ৪ হাজার ৪৮৪ জন। এ বোর্ডে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও শিক্ষার্থী পাশ করতে পারেনি। করোনার কারনে অন্যান্য বোর্ডের মত সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অতিমারী করোনা কারনে এবং ইন্টারনেটে ফলাফল গ্রহন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি তেমন একটা লক্ষ করা যায়নি। তবে দুই একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ উল্ল্যাস করতে দেখা যায়।