ঢাকাশুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবদুল কাইউম, পটুয়াখালী করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে জেলা মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু


রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর মুড়ালের সম্মুখ্যে শেষ হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন তিনি বলেন, বর্তমানে নারিদের আকাশচুম্বি সফলতা। পাশাপাশি সমাজে নারীর ভূমিকা অবর্ননীয়। শেখ হাসিনার হাতকে তরান্বিত করতে মহিলা আওয়ামীলীগ কার্যকরী ভূমিকা পালন করবে।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপিত কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবি, পৌর মহিলা আওয়ামিলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি।

এসময় তারা বলেন, পুরুষের চেয়ে নারীরা কোন অংশে পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এতে নারীরা আরো এগিয়ে যাবে। সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে পটুয়াখালীর নারীরাও আরো এগিয়ে যাবে বলে মনে করেন বক্তারা।