ঢাকারবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Link Copied!


বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরায় ৫ হাজার ৭১৮ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা। শুক্রবার সকালে কাকড়াতলি পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি শিক্ষক নিভৃতি কুমার মন্ডল, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্র, আরিফুল কবির বাচ্চু, সাইদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, আসালতা মন্ডল ও নাছিমা বেগম।

এ সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুফল সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। তাই জনগনের একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তালিকা অনুযায়ী সঠিকভাবে সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া দায়িত্ব বলে মনে করছেন তিনি।

এর পূর্বে জিউধরা এলাকার সুপেয় পানি সংকট লাগবে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভ্র্যাম্যমান পানি সরবরাহ অনুষ্ঠানিক উদ্ধোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।