ঢাকাশুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন থেকে পাচার হলো কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ

এম.পলাশ শরীফ, বাগেরহাট করেসপন্ডেন্ট
জানুয়ারি ৩০, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


পাচার হওয়া এই গাছ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা থেকে উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের এসও (ষ্টেশন অফিসার) সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর সাথে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

এসও সামানুল কাদির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই গাছ কি পরিমান তা আগামীকাল (সোমবার) জানাতে পারবেন বলেও জানান তিনি।

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কিভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।